মহেশপুর

ঝিনাইদহে সরকারি গাছ কর্তন : ১১ আসামীর নামে মামলা

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নে প্রায় ৭ লাখ টাকার সরকারি গাছ কর্তনের অভিযোগে স্থানীয় মেম্বারসহ ১১ আসামীর নামে মামলা দায়ের করেছে।

থানা ও স্থানীয় ভূমি অফিস সূত্রে প্রকাশ, উপজেলার কাজীরবেড় ঈদ গাঁ হতে মাথলার সুইজ গেট পর্যন্ত ১ নং খতিয়ানের ২৫২১ দাগে ৩ একর ৪ শতক জমির উপর বিভিন্ন ধরনের বনজ গাছ ছিল। যেমন মেহগনি, শিশু, ইপি লিপি, মহানিম ইত্যাদি। যা পরিবেশ ভারসম্য রক্ষায় সহায়তা করে।

স্থানীয় সরকার দলীয় মেম্বর মফিজুর রহমানের নেতৃত্বে একদল চক্র গত ৫/৬ দিন ধরে প্রায় ৭ লক্ষ টাকার গাছ কেটে কাজীরবেড় গ্রামের জুয়েল ভাটায় একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আমিনুরের মাধ্যমে বিক্রি করে দেয়।

গ্রামবাসীর মাধ্যমে স্থানীয় ভূমি অফিস জানতে পেরে গত ১০ই ফেব্রুয়ারী’১৯ রবিবার কাজীরবেড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান বাদী হয়ে স্থানীয় মেম্বার মফিজুর রহমান, পিতা পাচু মালিতা, এনামুল, পিতা দাউদ, ফরজ আলী, পিতা কদম আলী, শরিফুদ্দিন, পিতা রয়েল, আমিনুর পিতা সিরাজুলসহ ১১ জনের নাম উল্লেখ করে গত ১০ই ফেব্রুয়ারী’১৯ তারিখে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ৮।

সকল আসামীদের বাড়ি কাজীরবেড় গ্রামে।

স্থানীয় লোকজনেরা এ বিষয়ে জানিয়েছেন, গত ৬/৭ দিন ধরে গাছগুলো কাটলেও স্থানীয় ভূমি অফিস জানতে পারে শেষ দিকে। যা সকলের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে।

স্থানীয় ভূমি কর্মকর্তা আকরামুজ্জামান জানিয়েছেন, তিনি খবর পেয়ে সরেজমিনে খোজখবর নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত রবিবার বিকেলে মহেশপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানিয়েছেন, বিষয়টি তিনি অবগত আছেন এবং মহেশপুর থানায় মামলা হয়েছে।

সরকারি সম্পদ রক্ষার সার্থে সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আলীমুজ্জামান জানিয়েছেন, আসামীদের ধরার চেষ্টা চলছে।

অপরদিকে আসামীদের বাঁচাতে স্থানীয় প্রভাবশালী মহল ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button