
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলায় মাহাবুবুর রহমান বাবু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন জেলার অতিরিক্ত দায়রা জজ গোলাম আজম। সে শৈলকুপা উপজেলার শেখ পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে একটি দোকানে দাড়িয়ে ছিল আশরাফুজ্জামান লিটু। এসময় মাহাবুবুর রহমানসহ কয়েকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার দীর্ঘ শুনানী শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।