শৈলকুপা প্রেসক্লাবের পক্ষ থেকে মিথ্যা সংবাদের প্রতিবাদ

চঞ্চল মাহমুদ ঝিনাইদহের চোখঃ
বিভিন্ন অনলাইন ফেসবুকে প্রকাশিত শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন শিরোনামে সংবাদ প্রতিবাদ জানিয়েছেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।
রবিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন নামে মিথ্যা একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।আসলে কোন নির্বাচন সম্পন্ন হয়নি একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে,শৈলকুপা প্রেস ক্লাবের সদস্যদের সুনাম ক্ষুন্ন করতে উক্ত মিথ্যা সংবাদ প্রচার করছে।
প্রকৃতপক্ষে শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল ও দৈনিক নবচিত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহীন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণজাগরণ পত্রিকার আব্দুল জব্বার, অর্থ সম্পাদক দৈনিক সমাজের কথার মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মানবজমিন ও দৈনিক নবচিত্র পত্রিকার ওয়ালীউল্লাহ, নির্বাহী সদস্য দৈনিক নতুন দিন পত্রিকার আব্দুল ওহাব, বাংলা লাইভের রামিম হাসান, দৈনিক খবরপত্র ও ভয়েস অব কুষ্টিয়ার চঞ্চল মাহমুদ, দৈনিক জয়যাত্রার এস এম আসমত আলী মিশু, দৈনিক যশোরের যশোর পত্রিকার নোমান শৈলকুপা প্রেসক্লাবের সদস্য।