ঝিনাইদহে ‘ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন’ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন ২০১৯ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার বিকেলে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ সম্মুখে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, বিশিষ্ট শিক্ষানুরাগী এসএম কোবাদ আলী, প্রভাষক বীরেন্দ্র নাথ, সহকারী উপজেলা সমবায় কর্মকর্তা আরিফুল ইসলাম, ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের সদস্য কেএম শরিফ প্রমুখ।
ফাউন্ডেশনের সদস্য সচিব স্বপন বাগচি’র তত্বাবধায়নে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। এবছর ৬০৪ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন সাধারণ গ্রেড ও ৫ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
আগামী ১৫ মার্চ শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে প্রতি বছরের ন্যায় সাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা পুরস্কার ও বৃত্তি প্রদান করা হবে।