ঝিনাইদহে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ (ভিডিও-সহ)

#ঝিনাইদহের চোখঃ
“মানবতার জয়গানে স্বপ্ন আঁকি সকল প্রাণে” শ্লোগানকে ধারণ করে ” “আশ্রয়”( একটি সমাজ কল্যাণ সংগঠন) এর আয়োজনে ঝিনাইদহ ৬২ নং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, জুতা, স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স খাতা ও কলম ( শিক্ষা উপকরণ) বিতরণ করা হয়।
এসময় আশ্রয় সংগঠনের সভাপতি শুভ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল হক লাল, ৬২ নং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী।
এছাড়া সনাকের সহ সভাপতি জনাব সাইফুল মাবুদ, সদস্য সুরাইয়া পারভীন মলি, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট এর জুনিয়র ইনসটেক্টর জনাব পবিত্র কুমার বিশ্বাস, আশ্রয় সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক সহ সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।