শৈলকুপা
ঝিনাইদহে ৫ জুয়াড়ি আটক

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় শুক্রবার অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ।কাজী আয়ূবুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/অমিত কুমার দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শৈলকুপা থানাধীন মদনডাঙ্গা বাজারস্থ মোঃ উজ্জল হোসেন এর চায়ের দোকানের সামনে প্রকাশ্য স্থানে জুয়া খেলার সময় জুয়া খেলার সামগ্রীসহ ০৫ (পাঁচ) জন আসামী হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে শৈলকুপা থানায় একটি মামলা রুজু হয়। যাহা শৈলকুপা থানার মামলা নং-২৭, তাং-২২/০২/১৯ খ্রিঃ ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৪।