ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণের সভাপতি রিগান, সম্পাদক মানিক
ঝিনাইদহের চোখঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের মো. রিগান আহামেদ সভাপতি এবং আবু সাইদ মোহাম্মদ মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-
সিনিয়র সভাপতি মৌসুমি মৌ,সহসভাপতি- শফিকুর রহমান রানা, মো. এতমাদুর রহমান তন্ময়, বিশ্বজিৎ কুমার বিশ্বাস, নিলুফার ইয়াসমিন নীল, যুগ্ম সাধারণ সম্পাদক- নাফিজ ইকবাল, ইরফান আলী, আনাচ বিন আব্দুল জলীল রাজ, জুবায়ের কবির, মো. নাসিম রেজা, সাংগঠনিক সম্পাদক এম কে রুহুল আমিন, এম তুহিনুজ্জামান তুহিন, আনিচুর রহমান শিশির, মো. সাব্বির হোসেন, মো. সম্রাট আকবর, অর্থ সম্পাদক সাইফুল্লা চৌধুরী উৎস, উপ অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাভেল, প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ, উপ প্রচার সম্পাদক রিয়াল মল্লিক, দপ্তর সম্পাদক আসিফ হোসেন সুবর্ণ, উপ দপ্তর সম্পাদক মাসুদ রানা, ছাত্রীবিষয়ক সম্পাদক শাহানা শানু, উপ ছাত্রীবিষয়ক সম্পাদক জিনিয়া মেহজাবীন, তানজিদা ইসলাম রিতু, সহ সম্পাদক সোহেল রানা, মুক্তাদীর রহমান মারুক, এহসানুল রকি,কার্যনির্বাহী সদস্য শুভ্রত পাল,নাজনীন সুলতানা প্রিয়া।
এ সময় সভাপতি মো. রিগান আহামেদ বলেন, গত কমিটির ধারাবাহিতা ধরে রেখে সকলের সহযোগিতায় এগিয়ে যাব।
সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ মানিক মিয়া বলেন, কমিটির দায়িত্ব গ্রহণের পর আমরা নতুন পরিকল্পনা নিয়ে কাজ করব।
উল্লেখ্য, আগামী ১ মার্চ ২০১৯ থেকে এ নতুন কমিটি তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।