টপ লিডশৈলকুপা

ঝিনাইদহে চাহিদা মোতাবেক বিদ্যুৎ দিতে পারেনি পল্লী বিদ্যুৎ

তাজনুর রহমান ডাবলু, ঝিনাইদহের চোখঃ

ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে ঝিনাইদহের শৈলকূপায় ২২৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণে জটিলতা দেখা দিয়েছে। ফলে ওই এলাকায় এখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি। এতে তথ্যপ্রযুক্তির এ যুগে পিছিয়ে রয়েছে এসব এলাকার বাসিন্দারা। কিছু এলাকায় পুরোপুরি এবং কিছু এলাকায় আংশিক বিদ্যুৎ সংযোগ রয়েছে বলে গ্রামবাসীর অভিযোগ।

জানা গেছে, শৈলকূপা উপজেলা একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ১৪টি ইউনিয়নে বিদ্যুৎ বিতরণের কাজ করছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি। উপজেলার ৬৮ হাজার ৯৩০ জন গ্রাহকের মধ্যে শীতকালে ৫-৮ মেগাওয়াট এবং গ্রীষ্ফ্মকালে ৭-১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকূপা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, উপজেলার ১৪টি ইউনিয়নের ২২৫ কিলোমিটার এলাকায় এখনও বিদ্যুতায়ন হয়নি। একই গ্রামে দু-তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করায় সমন্বয়হীনতায় অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ বোর্ডের লক্ষ্য ২০২০ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন। তবে শৈলকূপায় ২০১৯ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।

নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, তার ইউনিয়নের কিছু কিছু এলাকায় এখনও বিদ্যুতায়ন হয়নি।

দুধসর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আলী জোয়ার্দ্দার বলেন, তার ইউনিয়নের দুধসর গ্রামের কিছু অংশসহ বেশকিছু এলাকায় এখনও বিদ্যুতের

আলো পৌঁছায়নি।

দুধসর গ্রামের বাসিন্দা তৈয়ব শেখ, সাত্তার শেখ, নেকবর জোয়ার্দ্দার বলেন, আধুনিক এ যুগে তারা এখনও বিদ্যুৎ পাইনি। তবে তাদের গ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ রয়েছে বলে জানা যায়। ফলে ডিজিটাল এ যুগে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে জানান।

পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী প্রাণেস ধর বলেন, এক-একটি গ্রামে চাহিদা অনুযায়ী দুই থেকে তিনবার জরিপ করা হয়েছে। এসব জরিপের ডিজাইন অনুযায়ী একই গ্রামে পৃথক পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়। ফলে এক প্রতিষ্ঠান কাজ করে চলে গেছে, অন্য প্রতিষ্ঠান শুরু না করায় আংশিক সংযোগ রয়েছে।

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, শৈলকূপার কিছু কিছু এলাকায় এখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি। তবে দ্রুত শতভাগে উন্নীত হবে। শৈলকূপায় চলতি বছরে পুরো এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে বলে তার আশা।

এ ব্যাপারে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেনের সঙ্গে

মোবাইলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button