ঝিনাইদহে উদীচীর সম্মেলন উদ্বোধন

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শৈলকুপা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শৈলকুপা থানা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু জাতীয় সংগীতের সুর সুরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেনের উদ্বোধন ঘোষণা করেন।
পরে শৈলকুপা উপজেলা প্রাথামিক শিক্ষক সমিতি মিলনায়তনে উদীচী শৈলকুপা শাখার সভাপতি কেএম শরিফুল ইসলামের পৌরহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শৈলকুপা থানা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আলাচনা সভায় অন্যান্যের মধ্যে উদীচী মাগুরা জেলা শাখার সাধারন সম্পাদক দিলীপ ঘোষ, সংগঠনের কেন্দ্রীয় পরিষদ সদস্য সমির রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক স্বপন বাগচি, দলের শৈলকুপা শাখার উপদেষ্টা আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি অধ্যক্ষ কবিরুল ইসলাম, শিক্ষক নেতা এএম বাবু, আব্দুল ওয়াদুদ কোরেশি ও আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সংগঠনে এবং পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হতে উদীচীর ভূমিকার প্রশংসা করেন। তারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি রাজাকার, জামাত-শিবির, জঙ্গী ও সন্ত্রাম দমনে ভুমিকা রাখতে সবার প্রতি আহবান জানান।