শৈলকুপা
ঝিনাইদহের কৃতি সন্তান মঞ্জুরুল হাফিজ রাজু

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপার কৃতি সন্তান, মোঃ মঞ্জুরুল হাফিজ রাজু, উপসচিব বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।
মঞ্জুরুল হাফিজ রাজু ৬ অক্টোবর ১৯৭২ সালে শৈলকুপার দুধসর গ্রামে জন্মগ্রহণ করেন।
ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এসএসসি, কেসি কলেজ ঝিনাইদহ থেকে এইচ এস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২২ তম বিসিএস এ উত্তির্ণ হয়ে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
বর্তমানে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব। শৈলকুপার কৃতি সন্তান মঞ্জুরুল হাফিজ রাজুকে নিরন্তর শুভেচ্ছা।
ঝিনাইদহ অফিসারস ফোরাম এর উদ্যোগে জেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের অন্যতম তিনি। তাঁদের এই উদ্যোগকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।