ঝিনাইদহে সংর্ঘষের ঘটনাকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সম্প্রতি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়ে শৈলকুপা হাসপাতালে ভর্তি হয়। এরই সূত্র ধরে শনিবার রাতে ঐ গ্রামে প্রায় ১০/১২টি বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে রাত থেকেই পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায়, মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থকদের সাথে মাধবপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য লতিফ বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। এরই সূত্র ধরে সম্প্রতি সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে শনিবার রাতে লতিফ মেম্বারের কর্মী-সমর্থকরা মন্নু চেয়ারম্যানের কর্মী-সমর্থকদের বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। মাধবপুর গ্রামের আব্বাস মোল্লা, মতিয়ার, আলিম উদ্দিন খাঁ, রইচ খাঁ, ফজলু মৃধা, মনোব্বার মৃধা, সিদ্দিক জর্দ্দার, ইসহাক মোল্লা, বকুল, আয়ুব শেখ, আফসার ও ইব্রাহিমের বাড়িঘর ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠছে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, শনিবার রাতে মাধবপুর গ্রামে বাড়ীঘর ভাংচুরের খবরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে লুটপাটের তেমন কোন ঘটনা ঘটেনি। যার যার মালামাল তারা নিজেরাই অন্যত্র সরিয়ে নিয়েছে বলে তিনি জানান।