ঝিনাইদহে মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমান আদালতের হানা
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় থানা রোডের পাশে অবস্থিত বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শৈলকুপা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উসমান গনির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানিয়ে রাখা ও পাত্রে দধির ওজন কম থাকায় নগদ ৫০০০ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উসমান গনি বলেন, থানা রোডের পাশে অবস্থিত বাঘাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার ঘরে নোংরা, অপরিচ্ছন্ন ও অন্ধকার ঘরে খোলা অবস্থায় মিষ্টি বানিয়ে রাখা ও দধির পাত্রে ওজন সঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ সালের আইনে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সংশোধনের জন্য ১ মাসের সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মালিককে।