শৈলকুপা
ঝিনাইদহে অভিভাবক সমাবেশ, আলোচনা ও শিশু শিক্ষা প্রদর্শনী

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধাওড়া পশ্চিমপাড়া গ্রামের উম্মুল কুরা তাহফিজুল কুরআন মাদরাসা এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব গোলাম ছরোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুশাহিদ আলী চমকপুরী। এছাড়াও মাদরাসার শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ ও আলোচনা সভার শুরুতে উক্ত প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থীদের শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নব্য প্রতিষ্ঠিত উম্মুল কুরা তাহফিজুল কুরআন মাদরাসায় কুরআন এর আলোকে শিক্ষা গ্রহনে শিক্ষার্থীদের ভর্তি করার জন্য অভিভাবকদের আহব্বান জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গোলাম ছরোয়ার।