ঝিনাইদহে ভোটকেন্দ্রে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৫

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকূপায় কেন্দ্র দখল নিয়ে নৌকা ও আনারস প্রতীকের কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে শৈলকূপা উপজেলার মির্জাপুর কেন্দ্রে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার এবং বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার ও ভোটারদের বাধা দেয়া নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ জন জন আহত হয়।
শৈলকূপা থানার দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ, বিজিবি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মির্জাপুর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মেহেদী জানান, সে সময় ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছিল। পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।