টপ লিডশৈলকুপা

কে হচ্ছেন শৈলকুপা উপজেলা পরিষদের অভিভাবক?

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ

তৃতীয় ধাপে হতে যাওয়া আসন্ন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন পদের প্রার্থীদের প্রচারলা শেষ। এখন ফলাফলের পালা। ভোটের আহবান জানিয়ে বিভিন্ন পদের প্রার্থীরা এলাকার উন্নয়নে ভূমিকা রাখার কথাও বলেছেণ। বিজয়ী হলে সর্বাত্মক উন্নয়ন কর্মযজ্ঞ চালাবেন সংশ্লিষ্ট এলাকায়-এমন কথাও তুলে ধরছেন আমজনতার সামনে।

রাজনৈতিক দলের নেতাকর্মীরা গেল জাতীয় নির্বাচনের ক্লান্তি কাটিয়ে আবারও নির্বাচনী প্রচারনায় নিদ্রাহীন সময় কাটিয়েছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তৃতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।

শৈলকুপা উপজেলায় ভোটার সংখ্যা ২,৭৬,৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা (১,৩৮,১১২) জন ও মহিলা ভোটার সংখ্যা (১,৩৮,২৮৬) জন।

শৈলকুপা উপজেলা নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করলেও তারা ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন সুধীমহল। দলীয় সিদ্ধান্তের কথা মাথায় রেখে উপজেলা নির্বাচনে প্রার্থী দেয়নি বিএনপি।

অপরদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও পুরুষ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দলের সমর্থিত প্রার্থী বা সমর্থকরা নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করেছেন গত কয়েকদিন।

শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান লড়ছেন ৫জন।

চেয়ারম্যান পদে লড়ছেন দলীয় মনোনীত নৌকা প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার ও স্বতন্ত্রপ্রার্থী (আনারস মার্কা) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা।

৪জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবি কালু, সাবেক যুবলীগের সভাপতি স ম রানাউজ্জামান বাদশা, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, সাবেক পৌর মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, সাফিয়া খাতুন, বুলবুলি খাতুন ও রিনা পারভীন।

এবারই প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই বিএনপি বিহীন আ’লীগের মধ্যেই হবে দ্বিমুখী লড়াই। ভোট হবে উৎসবমুখর। এমনটাই আশা করছেন উপজেলার সুধিমহল ও সাধারণ ভোটাররা।

শৈলকুপা উপজেলায় বিভিন্ন গ্রামাঞ্চলে ছেয়ে গেছে ব্যানার-পোস্টারে। সর্বমহলে চলছে প্রার্থীদের নিয়ে নানা হিসাব নিকাশ।

শৈলকুপা আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের কর্মী সমর্থকদের মাঝে ভোট উৎসব দেখা দিলেও মূলত ট্রামকার্ড বিএনপি ভোটারদের হাতে বলে বেশিরভাগ নেতাকর্মী মনে করছেন।

কে হচ্ছেন শৈলকুপা উপজেলা পরিষদের অভিভাবক? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের প্রত্যন্ত পল্লীতে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতার সম্ভবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button