মাঠে-ময়দানে

প্রথমবারের মতো আইটিএফ দলে বাংলাদেশের তিন খেলোয়াড়

ঝিনাইদহের চোখঃ

প্রথম আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) দলে একসঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন খেলোয়াড়। তারা হলেন- মাসফিয়া আফরিন, রুমান হোসেন ও আলভী। একসঙ্গে তিন খেলোয়াড়ের সুযোগও যেমন প্রথম, তেমন প্রথম কোনো মেয়ের আইটিএফ দলে সুযোগ পাওয়া।

আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ ডিভিশন-১ প্রতিযোগিতা আগামী ৫ থেকে ১৮ মে উজবেকিস্তানের তাসকান্দে অনুষ্ঠিত হবে।

যেখানে চীন, চাইনিজ তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজখস্তান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম অংশগ্রহণ করবে।

গত জানুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে থেকে বাছাই করে গঠিত আইটিএফ দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইটিএফ দল গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button