ঝিনাইদহে প্যারাডাইজ প্রি-ক্যাডেট স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ প্যারাডাইজ প্রি- ক্যাডেট স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ঝিনাইদহ শহরের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।৩০মার্চ, শনিবার বিকালে প্যারাডাইজ স্কুল প্রাঙ্গণে অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়।
এ প্রতিযোগিতায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান করেছেন ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রাকিব হোসাইন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রোজা লতিফ ও তৃতীয় স্থান অধিকার করেছেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাফিউ ইবনে কবির আপন।
এ সময় উপস্থিত ছিলেন প্যারাডাইজ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ উৎপল কুমার সরকার, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহিন আলম, ডাঃ মাসুদ আহমেদ সোহেল, পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম সহ স্কুলের সকল শিক্ষক-কর্মচারিবৃন্দ।