নির্বাচন ও রাজনীতি

ঢাকায় গণঅনশন কর্মসূচি ঘোষণা বিএনপির

ঝিনাইদহের চোখ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার (৭ এপ্রিল) ঢাকায় গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅনশন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে।
একই সঙ্গে খালদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার (৩ এপ্রিল) সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, কবীর মুরাদ, আবদুল কুদ্দসু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, নজরুল ইসলাম মনজু, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, অনিন্দ্য ইসলাম অমিত, আবদুল আউয়াল খান, জয়ন্ত কুমার কুণ্ডু, মীর হেলালউদ্দিন, আবু আশফাক খন্দকার, কাজী আবুল বাশার, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, শাহ নেছারুল হক, আবুল কালাম আজাদ, ওমর ফারুক শাফিনসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মিলাদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button