ঝিনাইদহে দুলাভাইকে প্রহার

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় এস ইব্রাহিম (৪০) নামে দুলাভাইকে শালা কর্তৃক পিটিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বৃত্তিদেবী রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইব্রাহীম(দুলাভাই) কে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা যায়, পারিবারিকভাবে নৌ সদস্য ফারুক(শ্যালক) এর সাথে দুলাভাই ইব্রাহীমের দ্বন্দ্ব রয়েছে। এঘটনার সূত্র ধরে ইব্রাহীম(দুলাভাই)অফিস থেকে বাড়ি যাবার পথে শ্রাবন(শ্যালক) কচুয়া বাজার এলাকায় পথিমধ্যে মটর সাইকেল থেকে নামিয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে ইব্রাহীম(দুলাভাই) এর মাথায় থাকা হেলমেট ফেটে যায়, ঘাড় ও পায়ে গুরুতর জখম হয়।
দুলাভাই ইব্রাহীম অভিযোগ করে বলেন, ইতিপূর্বে একাধিক বার নৌ সদস্য ফারুক আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল।
এদিকে এ হামলার ঘটনায় বোন বাদী হয়ে আপন ভাই ফারুক অরফে শ্রাবণের নামে মামলা দায়ের করেছে। যার মামলা নং শৈল জি আর ৭। তারিখ ৪/৪/১৯ তারিখ।