রাত পোহালেই ভারতের ভোটযুদ্ধ শুরু

ঝিনাইদহের চোখঃ
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে সমস্ত কাজ সেরে ফেলেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশটিতে একযোগে শুরু হতে যাচ্ছে ভোট উৎসব। এবার দেশব্যাপী রাজ্যভেদে পরপর সাত দফায় চালানো হবে ভোটের কার্যক্রম। এই সপ্তদশ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী ২৩ মে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল রাজ্যেও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ভারতের ইতিহাসে এত বড় নির্বাচন এর আগে আর কখনোই দেখেনি ভারতের জনগণ। আগামী বৃহস্পতিবার প্রথম দফায় অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হবে বিধানসভার ভোট উৎসব। তাছাড়া ওড়িশায় টানা চার দফায় চলবে এই ভোটের কার্যক্রম।
এবারের লোকসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের প্রায় ৯০ কোটি ভোটার। যা গতবারের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি। তাছাড়া এই নির্বাচনি প্রক্রিয়ায় আরও প্রায় ১৩ কোটির বেশি নতুন ভোটার নিজেদের অন্তর্ভুক্ত করেছেন। যদিও ২০১৪ সালে নির্বাচনে এই নতুনদের অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে বেশি।
নির্বাচনে ভোটারদের প্রায় দুই-তৃতীয়াংশের বয়স ৩৫ বা তার চেয়ে কম। যে কারণে এবার তরুণদের সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে ধারণা দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের। তাছাড়া নির্বাচনে ডিজিটাল মিডিয়ার প্রভাবও বাড়ছে আগের থেকে অনেক বেশি।
২০১৪ সালে দেশটির মোট ৫৪৩টি আসনের মধ্যে অন্তত ২৮২টিতে জয়লাভ করে সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সেবার অনেকটা লড়াই করেই পরাজয় বরণ করেছিল কংগ্রেস। বিশ্বে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় এবং আয়তনের দিক থেকে সপ্তম এই দেশটির চলতি লোকসভা নির্বাচনে অংশ নিচ্ছে ছোট-বড় প্রায় দুই হাজারের বেশি দল। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় আট হাজারের বেশি প্রার্থী।
ভারতের লোকসভা নির্বাচনে ভোট প্রদানে প্রস্তুত দম্পতি। (ছবিসূত্র : এনডিটিভি)
নির্বাচনে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা
এবারের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে প্রায় দশ লক্ষাধিক অস্থায়ী গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট কেবল শুধু ভারতেই নয় বিশ্বের যেকোনো প্রান্ত থেকে রেকর্ড মোট ১১ লক্ষ ইভিএমে নিজেদের মত জানাবেন ভোটাররা। তাছাড়া এই নির্বাচনে ভি ভি প্যাটের ব্যবহারও থাকছে।
যারা ভোট দিতে পারবেন
ভারতীয় নির্বাচন কমিশনের হিসেব বলা হয়, এবার প্রায় ৯০ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যার মধ্যে নতুন ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটির বেশি। যদিও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নতুন ভোটার সংখ্যা ছিল প্রায় ২৭ কোটিরও বেশি। তবে বর্তমানে ১৮- ১৯ বছর বয়সী ভোটারের সংখ্যাই কেবল দেড় কোটির কাছাকাছি।
আদর্শ ক্যাটাগরির ভোট
ভারতের রূপান্তর কামীদের এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। এবার দেশটিতে এই রূপান্তরকামী ভোটারের সংখ্যা প্রায় ৩৮ হাজারেরও বেশি।
নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের সংখ্যা
ভারতের মোট ছোট-বড় নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় ১৮৪১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে।
ভোটের ব্যয়
বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা থেকে জানা গেছে যে, এবারের নির্বাচনে খরচ হচ্ছে প্রায় ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
ভোটের দিনক্ষণ
২০১৯ সালে এপ্রিলের ১১, ১৮, ২৩, ২৯ তারিখ এবং পরবর্তী মে মাসের ৭, ১২ এবং ১৯ তারিখে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনে ভোটের যাবতীয় কার্যক্রম।
ভারতের লোকসভা নির্বাচনের সময়সূচী। (ছবিসূত্র : ওয়ান ইন্ডিয়া)
লোকসভা নির্বাচন ২০১৯ :-
প্রদেশগুলোর যত কেন্দ্রে সাত দফায় চলবে ভোটের কার্যক্রম
প্রথম দফা (১১ এপ্রিল)
1. অন্ধ্রপ্রদেশ : ২৫
2. অরুণাচল প্রদেশ: ২
3. অসম: ৫
4. বিহার: ৪
5. ছত্তিসগড়: ১
6. জম্মু ও কাশ্মীর : ২
7. মহারাষ্ট্র : ৭
8. মণিপুর: ১
9. মেঘালয় : ২
10. মিজোরাম: ১
11. নাগা ল্যান্ড: ১
12. ওড়িশা: ৪
13. সিকিম: ১
14. তেলেঙ্গানা: ১৭
15. ত্রিপুরা : ১
16. উত্তরপ্রদেশ : ৮
17. উত্তরাখণ্ড : ৫
18. পশ্চিমবঙ্গ : ২
19. আন্দামান: ১
20. লাক্ষাদ্বীপ : ১
দ্বিতীয় দফা (১৮ এপ্রিল)
1. অসম : ৫
2. বিহার : ৫
3. ছত্তিসগড় : ৩
4. জম্মু ও কাশ্মীর : ২
5. কর্ণাটক : ১৪
6. মহারাষ্ট্র : ১০
7. মণিপুর : ১
8. ওড়িশা : ৫
9. তামিলনাড়ু : ৩৯
10. ত্রিপুরা : ১
11. উত্তরপ্রদেশ : 8
12. পশ্চিমবঙ্গ : ৩
13. পন্ডিচেরি : ১
তৃতীয় দফা (২৩ এপ্রিল)
1. অসম : ৪
2. বিহার: ৫
3. ছত্তিসগড় : ৭
4. গুজরাট: ২৬
5. গোয়া: ২
6. জম্মু-কাশ্মীর : ১
7. কর্ণাটক : ১৪
8. কেরালা : ২০
9. মহারাষ্ট্র : ১৪
10. ওড়িশা : ৬
11. উত্তরপ্রদেশ : ১০
12. পশ্চিমবঙ্গ : ৫
13. দাদরা নগর হাভেলি : ১
14. দমন দিউ: ১
চতুর্থ দফা (২৯ এপ্রিল)
1. বিহার: ৫
2. জম্মু কাশ্মীর : ১
3. ঝাড়খণ্ড : ৩
4. মধ্যপ্রদেশ : ৬
5. মহারাষ্ট্র : ১৭
6. ওড়িশা: ৬
7. রাজস্থান : ১৩
8. উত্তরপ্রদেশ: ১৩
9. পশ্চিমবঙ্গ : ৮
পঞ্চম দফা (৬ এপ্রিল)
1. বিহার: ৫
2. জম্মু কাশ্মীর : ২
3. ঝাড়খণ্ড : ৪
4. মধ্যপ্রদেশ : ৭
5. রাজস্থান: ১২
6. উত্তরপ্রদেশ : ১৪
7. পশ্চিমবঙ্গ : ৭
ষষ্ঠ দফা (১২ মে )
1. বিহার : ৮
2. হরিয়ানা : ১০
3. ঝাড়খণ্ড : ৪
4. মধ্যপ্রদেশ : ৮
5. উত্তরপ্রদেশ: ১৪
6. পশ্চিমবঙ্গ : ৮
7. দিল্লি : ৭
সপ্তম দফা (১৯ মে)
1. বিহার: ৮
2. ঝাড়খণ্ড ৩
3. মধ্যপ্রদেশ ৮
4. পাঞ্জাব ১৩
5. পশ্চিমবঙ্গ ৯
6. চন্ডিগড়: ১
7. হিমাচল প্রদেশ : ৪
8. উত্তরপ্রদেশ : ১৩