মাঠে-ময়দানেশৈলকুপা
ঝিনাইদহে ইউএনও কাপ পেশাজীবি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ইউএনও কাপ পেশাজীবি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপিসহ ক্রিড়ামোদীরা উপস্থিত ছিলেন।
খেলায় উপজেলার ৮ টি পেশাজীবি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলার প্রথম ধাপে মাধ্যমিক শিক্ষক একাদশ বনাম শৈলকুপা থানা একাদশ অংশগ্রহন করে। দ্বিতীয় ধাপে প্রাথমিক শিক্ষক একাদশ বনাম উপজেলা পরিষদ একাদশ অংশগ্রহন করে। এ খেলায় যথারীতি প্রতিদিন ৪টি করে দল অংশগ্রহন করবে।