শৈলকুপা
ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় বশির আলী সর্দার(৫০) নামে এক ভ্যান চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার ভাটই বাজার কালভার্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক বশির সর্দার উপজেলার দুধসর গ্রামের মকছেদ আলীর ছেলে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বশির ভ্যান যোগে তামাক বিক্রয়ের উদ্দেশ্যে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথিমধ্যে দুধসর কালভার্ট এলাকায় পৌঁছালে(প্রত্যক্ষদর্শীদের বর্ণনা) ঘাতকট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।