ঝিনাইদহে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় দবির উদ্দীণ (৫০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার সকালে শৈলকুপা-কাতলাগাড়ি সড়কের পৌর এলাকার সাতগাছি খাঁ পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দবির উদ্দীণ উপজেলার বেড়বাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আলীর ছেলে।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দবির উদ্দিন শৈলকুপা থেকে মোটর সাইকেল যোগে কাতলাগাড়ী বাজারে যাচ্ছিল। সাতগাছি গ্রামের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে।পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং পথিমধ্যে তার মৃত্যু হয়।
এদিকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এ মর্মান্তিক মৃত্যুতে নিহতের গ্রাম ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।