ঝিনাইদহে এক লম্পটকে গনধোলাই

এইচ মাহাবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পৌরসভার মুচি পাড়ার মৃত নৈমদ্দিনের পুত্র সুদে কারবারী লম্পট রবিউল ইসলামকে অনৈতিক কর্মকান্ড করাকালীন হাতেনাথে ধরে গন পিটুনি দিল এলাকাবাসি।
গত শুক্রবার রাত আনুমানিক ১২ টায়,এলাকাবাসি যখন পহেলা বৈশাখ উদযাপন প্রস্তুুতিতে ব্যাস্ত ঠিক তখন লম্পট রবিউল স্ত্রী ও দুই পুত্র সন্তানকে ফাকি দিয়ে পার্শবর্তি হিন্দু সম্প্রদায়ের শ্রী কালু রায়ের বাড়িতে তার সুন্দরী স্ত্রী তিন সন্তানের জননী কল্পনা রানীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত অবস্থায় এলাকাবাসি হাতে নাথে ধরে ফেলে গন পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিতে উদ্বত হয়।
কল্পনা রানীর স্বামী কালু রায় জানান, দীর্ঘদিন ধরে লম্পট রবিউল তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার স্ত্রীকে ভোগ করে আসছিলো।
এই ব্যপারে কল্পনা রানীর কাছে জানতে চাইলে তিনি জানান, আইন সংগত ভাবে রবিউল আমাকে বিবাহ করিয়াছে, বর্তমানে আমি রবিউলের স্ত্রী,ধর্মীয় অনুশাসনের কারনে আমি স্বামী কালু রায়ের বাড়িতে আছি।
এলাকাবাসির মাধ্যমে ঘটনার খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনা স্থল কালু রায়ের বাড়ি পৌছিয়ে রবিউল সহ কল্পনা রানীকে পুলিশ হিফাজতে নিতে চাইলেও স্থানীয় ৭নং ওয়ার্ডের কমিশনার আবু সাইদ রুনুর হস্তক্ষেপে বিষয়টি সঠিক বিচরের নিমিত্তে উভকে তাদের নিজ বাড়িতে রেখে আসে।
উল্লেখ্য সুদে কারবারী লম্পট রবিউল গত মাসে একই স্থানে সুজন কর্মকারের সুন্দরী স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ড পরিচালনা কালিন এলাকাবাসি হাতেনাথে ধরে ফেলে,পরবর্তিতে এই বিষয়ে হরিনাকুন্ডু বাজার কমিটির সাধারন সম্পাদক ডা:শরিফুল ইসলামের অফিসে এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে বিষয়টি সুরহা হয়,মাস যেতে না যেতেই লম্পট রবিউল আবার ধরা পড়ে জনতার হাতে।
এই ঘটনার পর কালু রায় লোকলজ্জার ভয়ে স্ত্রী সন্তানদের সাথে নিয়ে হরিনাকুন্ডু ছেড়ে ঝিনাইদহে পাড়ি জমায়,অপর দিকে লজ্জাসরমহীন লম্পট রবিউল দাপটের সাথে নিজ এলাকায় বিচরন করছে।
এই ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে ব্যপক খোভের সৃষ্টি হয়েছে,এলাকাবাসির অনেকের মন্তব্য এই রকম পরিবেশে কি ভাবে আমাদের সন্তানদের মানুষ করবো,অপর দিকে কালু রায় ও কল্পনা রানীর বড় মেয়ে এহেন ন্যকার জনক ঘটনার বিচার দাবি করেছে,সেই সাথে এলাকার সুধি সমাজ এই ধরনের জঘন্য কর্মকান্ড রোধে প্রশাসনের উর্ধতন কর্তাব্যাক্তিদের আসুহস্তক্ষেপ কামনা করেছে।