মহেশপুর

৫৮ বিজিবি কর্তৃক ২০ লক্ষ্য টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার

ঝিনাইদহের চোখঃ

অদ্য ২৪ এপ্রিল ২০১৯ তারিখ আনুমানিক সকাল ৮ টা ৪৫ ঘটিকায় খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ গয়েশপুর বিওপি’র টহল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর পিচ মোড়ের নিকট (হেলিপ্যাডের পাশে) ভারত হতে বাংলাদেশে আসার সময় চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা একটি কাপড়ের ব্যাগ ফেলে দ্রæত পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল কর্তৃক পরিত্যক্ত ব্যাগটি খোলার পর বিভিন্ন প্রকার স্বর্ণের ক্সতরি গহনা (আংটি-১০২ টি, চুরি-১০টি, কানের দুল- ১৪ জোড়া, চেইন-০৪ টি) সর্বমোট ৪৮৭.৭২ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২০,৯০,৭০৬/- (বিশ লক্ষ নব্বই হাজার সাতশত ছয়) টাকা মাত্র। আটককৃত স্বর্ণালঙ্কার চুয়াডাংগা জেলার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button