শৈলকুপা

ঝিনাইদহে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% বেতন কর্তন প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি শৈলকুপা উপজেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।

এসময় সংগঠনটির শৈলকুপা উপজেলা শিক্ষক সমিতি সভাপতি মনিরুজ্জামান সাচ্চুর সভাপতিত্বে ও বড়দা দাখিল মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা, জারি হওয়া প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার দাবি জানান। দ্রুত এ প্রজ্ঞাপন বাতিল করা না হলে অবসরবোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করার হুশিয়ারী প্রদাণ করেন।
পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button