শৈলকুপা
দরকার আরও ১ লাখ আঞ্জুকে সুস্থ করতে
ঝিনাইদহের চোখঃ
মেয়েটির নাম আঞ্জু, ঝিনাইদহ কে. সি. কলেজের ২০১৪-১৫ সেশনের ছাত্রী।
বাসা রানীনগর, শৈলকুপা, পিতার নাম আছির উদ্দিন।
গত ২৪/০৪/১৯ তারিখে হঠাৎ স্ট্রোক হয়, বর্তমানে পিজি হসপিটালে ভর্তি আছে। বাম পাশ প্যারালাইজড হয়ে আছে। চিকিৎসা বাবদ এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আরো প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন, যা তার দরিদ্র পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। এমতাবস্থায় সে সাহায্য চেয়ে আবেদন করেছে। আসুন যে যা পারি, সামান্য হলেও তার চিকিৎসার জন্য সাহায্য করি।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ, সরাসরি : পিজি হসপিটাল ডি ব্লক, ১৩ তলা, কেবিন নাম্বার FC2।
বিকাশ : 01940219230 পারসোনাল (রোগীর স্বামী, মোঃ আলামিন হোসেন)।