শৈলকুপা

অসুস্থ নুরুল আমিনকে পাঁচ লক্ষ টাকা প্রদান

ঝিনাইদহের চোখঃ

মহিলা কলেজের শিক্ষক অসুস্থ নুরুল আমিনের চিকিৎসার জন্য আজ তার স্ত্রী, ছেলে ও বোনের কাছে এ টাকা হস্তান্তর করা হয়।

শৈলকুপার আপামর জনসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শৈলকূপা ইউএনও ওসমান গণি। যারা একজন অসুস্থ শিক্ষককে বাঁচানোর জন্য এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন! মাত্র এক সপ্তাহে পাঁচ লক্ষ টাকা প্রদান করেছেন।

তিনি জানান, ভ্যান চালক থেকে শুরু করে শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, রাজনৈতিক ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে স্মরণ করছি ২০১৭ সালে ভয়াবহ বন্যার সময় উত্তর বঙ্গের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও আপনারা একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং তখন কুড়িগ্রাম জেলায় গিয়ে ৬০০ পরিবারকে আমরা ত্রাণ দিয়েছিলাম। আপনারা অনেক বড় মনের মানুষ।

তিনি আরও জানান, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে। তাঁর হায়াৎ থাকলে হয়ত আল্লাহ আপনাদের দোয়া ও সহযোগিতায় তাকে বাঁচিয়ে দিতে পারেন।

বি:দ্র: আমার বিকাশ নাম্বারে (০১৭১৬২৬০৫৬৪) এ বিষয়ে আর টাকা না পাঠানোর জন্য অনুরোধ করছি। এর পর কেউ টাকা দিতে চাইলে সরাসরি তার পরিবারের কাছে দিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button