ঝিনাইদহ সদর

ঝিনাইদহ ইউএনও’র গুচ্ছগ্রাম পরিদর্শন

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নে দুইটি গ্রামে ২৪ লাখ টাকা ব্যায়ে তৈরী হচ্ছে গুচ্ছগ্রাম। এই কাজ পরিদর্শন করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম।

এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার ভুমি ফাতেমা-তুজ-জোহরা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নির্বাহী অফিসার শাম্মি ইসলাম উপকারভোগীদের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলেন।

শাম্মি ইসলাম গনমাধ্যমকে জানান, মধুহাটী ইউনিয়নের বেজিমারা ও চান্দুয়ালী গ্রামে সর্বমোট ১৮টি হতদরদ্রি ও দুস্থ পরিবারের জন্য খাস জমিতে (গুচ্ছগ্রাম) ঘর তৈরী করে দেওয়া হচ্ছে। প্রতিটি বাড়ি তৈরী করতে দেড় লাখ টাকা ব্যায় হচ্ছে। পরে তিনি বেশ কিছু অটো রাইচ মিল পরিদর্শন করেন। এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button