হরিণাকুন্ডু চেয়ারম্যানের বিদায় ও নব-নির্বাচিতদের বরণ

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম এ মজিদকে বিদায় ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইনসহ ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরীর পরিচালনায় বরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিষার এস এম আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সমাজ সেবা কর্মকর্তা কৌশিক খান, বি,আর,ডিবি, কর্মর্তা আমজাদ হোসেন, ও জবা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, হরিণাকুÐু প্রেস ক্লাব সভাপতি এইচ মাহবুব মিলু, যুগ্ম সম্পাদক রাব্বুল হোসেন, অর্থ সম্পাদক রুবেল আহম্মেদ সহ ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, মঞ্জুরুল আলম, সমীর উদ্দিন, গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, নাজমুল হুদা পলাশ, রাকিবুল ইসলাম রাসেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ উপজেলার সাধারণ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। বিদায় ও বরণ অনুষ্ঠানে চেয়ারম্যানদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।