আমার ক্লাস্টারে কোন শিক্ষককের দূর্নীতি করার সুযোগ নেই–ঝিনাইদহ এটিইও হাসান মাসুদ

রাজু আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) হাসান মাসুদ সততা ও নিষ্ঠার সাথে চাকরী করে চলেছেন। এসব তথ্য জানিয়েছেন নগরবাথান ক্লাস্টারের প্রায় দুই শত প্রধান ও সহকারী শিক্ষকরা।
ঝিনাইদহ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) হাসান মাসুদ ২০১০ সালের ২৭ এপ্রিল সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। ২০১৪ সালের মাগুরা সহকারী উপজেলা শিক্ষা অফিসার থাকাকালীন শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। ২০১৭ সালে ঝিনাইদহ সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। শুধু তাই নয় ২০১৮ সালে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। তিনি এ পর্যন্ত তিনটি উপজেলায় সুনামের সহিত চাকুরী করে আসছেন।
নগরবাথান ক্লাস্টারের প্রধান ও সহকারী শিক্ষকরা জানান, এই ক্লাসটারে ১৭০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকে সবসময় তিনি সাহায্য করে থাকেন। কোন কাজ বুঝতে না পারলে মোবাইলে জানতে চাইলেও তিনি সঠিকভাবে বুঝিয়ে দেন। সরকারের শিক্ষা বিষয়ক উন্নয়নমুখী কাজে সবসময় আমাদের সঙ্গে থাকেন। সবসময় তাকে আমরা কাছে পাই। প্রতিটি কাজ তিনি সঠিকভাবে তদারকি করেন। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার উপযোগি পরিবেশ সৃষ্টির জন্য তিনি সর্বদা সাহয্য করে থাকেন বলে তারা জানান।
ঝিনাইদহ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) হাসান মাসুদ জানান, প্রতিটি উপজেলাতে চাকরীরত অবস্থায় সততা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার উপযোগি পরিবেশ সৃষ্টির জন্য যা প্রয়োজন তার সবকিছুই যথাযথভাবে বাস্তবায়ন করে যাচ্ছি। শিক্ষকদের বিভিন্ন অনিয়মের ব্যাপারে কোন ধরনের আপোস করি নাই। আমার ক্লাস্টারের কোন শিক্ষককের আমি দূর্নীতি করার সূযোগ দেইনি। প্রত্যেকটি কাজের জন্য প্রতিটি প্রধান শিক্ষককে আমার কাছে জবাবদিহি করা লাগে বলে তিনি আরো জানান।