মহেশপুর

ঝিনাইদহে বাদাম চাষে মাঠ দিবস পালন

শামীম খাঁন, ঝিনাইদহের চোখঃ

অদ্য ১৩.০৫.২০১৯ (সোম বার) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনী বাদাম ফসলের উপর মাঠ দিবস পালন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আজমপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষিবিদ জনাব অমিত বাগচি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রতন মন্ডল, উপ-সহকারি কৃষি অফিসার জনাব মোঃ হাবিবুর রহমান, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সালাম। এ সময় চেয়ারম্যান. জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন, বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে খাদ্যে সয়ংসম্পন্ন করতে একাধিক পরিকল্পনা বাস্তবায়নে সচেষ্ঠ রয়েছেন।

এর ধারাবাহিকতায় দেশে খাদ্য ও তেলের ঘাটতি পূরণে উন্নত ও অধিক ফলনশীল বাদাম বীজ সরবরাহ করা হয়েছে। এতে দেশে ভেষজ তেলের চাহিদাও মিটবে। তাই এর প্রসার ঘটাতে সব কৃষককেই শক্ত হাতে হাল ধরতে হবে। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আরিফুর রহমান, মোঃ হাসান মুন্সি, মোঃ আলী আকবর খাঁন।

অনুষ্ঠানটি আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহেশপুর, ঝিনাইদহ।

উপস্থাপন ও পরিচালনায় ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার জনাব মোঃ ইমরান কাজী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button