শৈলকুপা
ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেনী ইউ: উন্মুক্ত বাজেট ঘোষনা

ঝিনাইদহের চোখঃ
২০১৯-২০ অর্থ বছরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেনী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা হয়েছে। গতকাল দুপুরে ত্রিবেনী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে উন্মুক্ত এ বাজেট ঘোষনা করা হয়েছে। ত্রিবেনী ইউপি চেয়ারম্যান জহুরুল হক খানের সভাপতিত্বে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব নজরুল ইসলাম।
এ সময় জেলা পরিষদ সদস্য রেজাউল করিম খানসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন কোন করারোপ ছাড়াই এবার ২০১৯-২০ অর্থ বছরে ৯১ লাখ ৮২ হাজার ৩৪০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয় (নিজস্ব) ১০লাখ ৫৪ হাজার, রাজস্ব অনুদান ২০ লাখ ৪৩ হাজার ৩৪০, উন্নয়ন আয় (অনুদান) ৬০ লাখ টাকা। সর্বমোট ৯১,৮২,৩৪০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গত অর্থ বছরে বাজেট ছিলো ৮৪ লাখ ১৩ হাজার ২৭০ টাকা।