ঝিনাইদহের মিরাজকে বাঁচাতে আরো ৬ লক্ষ টাকা প্রয়োজন
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মিরাজকে বাঁচাতে আরো ৬ লক্ষ টাকা প্রয়োজন। ছোট ভাই মিরাজকে বাঁচাতে বড়ভাই জাবি ছাত্র তামিম এর মানবিক আবেদন।
শৈলকুপার ১৪ নং দুধসর ইউনিয়নের নাকোইল গ্রামের ইজাহার জোয়াদ্দার এর পুত্র মোঃ মিরাজ হোসেন (২২) “একিউট লিম্পোব্লাস্টিক লিউকোমিয়া” ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে কলকাতা টাটা মেমোরিয়াল মেডিকেল সেন্টারে ডা. বিবেক রাধাকৃষ্ণ ও ডা. জীবন কুমারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য ১৪ লক্ষ টাকা প্রয়োজন।
ইতিমধ্যে তার পরিবার জমাজমি বিক্রি করে ৮ লক্ষ টাকা যোগাড় করেছেন। বাকী ৬ লক্ষ টাকা যোগাড় করতে না পারলে মিরাজের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। দরিদ্র পরিবারটির পক্ষে আর কোনভাবেই বাকি টাকা যোগাড় করা সম্ভব নয়। ছোট ভাই মিরাজের চিকিৎসার এই টাকা যোগাড় করতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের মাস্টার্স এর ছাত্র জহিরুল ইসলাম তামিম সমাজের বিত্তবানদের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন।
তিনি বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে এই চিকিৎসার্থ সাহায্য কামনা করেছেন। আসুন যাদের সামর্থ্য আছে তারা সহযোগিতার হাত নিয়ে মিরাজের পাশে দাঁড়াই। সকলের সহযোগিতায় যদি বেঁচে যায় একটি তাজা প্রাণ।
মিরাজের চিকিৎসার্থ পাঠাতে বিকাশ নম্বর- ০১৯৩৫-৫১৫২১৬/ ০১৯৩৩-১৬৪০৬৪ অথবা রকেট নম্বর: ০১৯৩৩১৬৪০৬৪০ ব্যাংক হিসাব: জহিরুল ইসলাম, ইসলামী ব্যাংক, ঝিনাইদহ শাখা। হিসাব নম্বর-২০৫০১৭৫০২০২৬৪৬৩০৩ ( ২৬৪৬৩)