হরিনাকুন্ডু

ঝিনাইদহে মামলায় জিততে মারধরের মিথ্যা অভিযোগ

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী শারমিন আক্তার শিলু, জমি সংক্রান্ত মামলায় বিবাদীর সাথে জিততে কৌশল হিসাবে মিথ্যা মারধরের অভিযোগ দায়ের করেছে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানাই শারমিন আক্তার শিলুর স্বামী আব্দুল মালেকের সাথে মৃত মহিউদ্দিনের স্ত্রী জাহেদা খাতুন গং এর সাথে রঘুনাথপুর ১৭ নং মৌজার ২ নং সিটে ২৩ শতক জমির মধ্যে ৫ শতক জমি নিয়ে মামলা চলছে। উল্লেখ্য মামলাকৃত জমিতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

গত ১২ মে শারমিন আক্তার শিলু গভীর রাত আনুমানিক ২.০০ টার পর স্থানীয় চরপাড়া পুলিশ ক্যাম্পের আইসি রফিকুল ইসলামকে ফোন যোগে খবর দেয় আমাকে লোকজন মারধর করছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আশে পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা না পেয়ে ফিরে আসে।

পরদিন সকালে শারমিন আক্তার শিলু ফাড়িতে গিয়ে মৃত জাফর আলী মন্ডলের পুত্র আবুল কালাম, মৃত: ইসমাইল মন্ডলের পুত্র হাফিজুর রহমান সহ ১১ জনকে আসামীকে করে অভিযোগ দায়ের করে।

এব্যাপারে আব্দুল মালেকের স্ত্রী শারমিন আক্তার শিলুর বাড়ির চারপাশের বসতি তিজারত মালিতার পুত্র রুহুল আমিন, হারেজ উদ্দিনের পুত্র আব্দুল খালেক সহ আব্দুল লতিফ ইবাদত বিশ্বাস জানান ১২মে ইং তারিখ রাতে আমরা যখন সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে জেগে উঠি তখন কোথাও কোন হৈ চৈ বা চেচামেচি শুনতে পাইনি। পরবর্তীতে পুলিশ আসলে জানতে পারলাম এখানে শিলুকে কে বা কাহা মারধর করেছে। আমাদের জানামতে এখানে এরকম কোন ঘটনা ঘটেনি।

এব্যাপারে চরপাড়া পুলিশ ক্যাম্পের আইসি রফিকুল ইসলাম বলেন আমরা অভিযোগ পেয়েছি সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button