শৈলকুপা

কর্ম করে জীবণ চালাতে চায় ঝিনাইদহের বাচ্চু

টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপায় মধ্যবৃত্ত পরিবার থেকে উঠে আসা সেরা উদীয়মান তরুণ মোবাইল মেকানিক হিসাবে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছেন বাচ্চু টেলিকম।

উপজেলার তমালতলা বাজারের উত্তর পাশে কচুয়া বাজার রোডের ডান দিকে বাচ্চু টেলিকমের অবস্থান। তিন ভাইয়ের মধ্যে সাহাজুল আমিন বাচ্চু মেজো।

লেখাপড়া বেশী দূর করতে পারেনি। তবে তার অদম্য আর ইচ্ছা শক্তিগুণে হয়ে উঠেছেন উপজেলাসহ আশপাশের এলাকার সেরা মোবাইল মেকানিক হিসাবে।

বাচ্চু উপজেলার ত্রিবেনী ইউনিয়নের রামজয়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এবিষয়ে বাচ্চুর কাছে একান্ত আলাপনে জানতে চাইলে তিনি সময়ের দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধির কাছে জানান, মোবাইল মেকানিকের হাতেখড়ি শেখা ঝিনাইদহের এক ব্যক্তি কাছ(ব্যক্তি স্বার্থে নাম গোপন রাখা হলো) থেকে।

তিনি আমাকে নিজের ছোট ভাইয়ের মত হাতে ধরে কাজ শিখিয়েছেন। ইচ্ছা ছিল লেখাপড়া শিখে অনেক বড় কিছু হবো। তবে ভাগ্যের পরিহাসে হয়তো বড় কিছু হতে পারিনি, তবে মোবাইলের সব কাজ আমি আয়ত্ব করতে পেরেছি।

এমন ভাবে আয়ত্ব করেছি এখন আর আমার কাছে কোন মোবাইলের কাজ কঠিন বলে মনে হয় না। যেকোন কোম্পানীর মোবাইল হোক না কেন আমি সকল সমস্যার সমাধান দিতে পারি। আমার কাছে কেউ মোবাইল সার্ভিসিং করতে এসে হতাশ হয়েছে ফিরে যাবে না বলেও বাচ্চু অকপটে চিত্তে জানান।

তিনি আরো বলেন,কোন মোবাইল যদি তিন দিন ধরে পানির নিচে পড়ে থেকে নষ্টও হয়ে যায় তা আমি মূর্হুতের মধ্যে সার্ভিসিং করে দিতে পারবো ইনশাল্লাহ। এদিকে বাচ্চু টেলিকমে মোবাইলের সকল সফটওয়্যার, মাদারবোর্ড সার্ভিসিং, র্যাম, রোম, আনলক সার্ভিস, আইসি এর কাজ করা হয়।

এমনকি বর্তমানে বাজারে সেরা দামী আইফোন থেকে শুরু করে সকল প্রকার মোবাইলের কাজ করে থাকেন বাচ্চু। এছাড়াও মোবাইল সার্ভিসিং করে দেওয়া পরবর্তী ৬ থেকে ১ বছরের মধ্যে ফ্রি সার্ভিসিংয়ের নিশ্চয়তা দিয়ে থাকেন বাচ্চু।

যা কিনা নজির বিহীন কর্মকান্ড। এক কথায় মোবাইল সার্ভিসিং এর জগৎতে এক যাদুকরী প্রতিষ্ঠান হিসাবে তমালতলা বাজারে বাচ্চু টেলিকম ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন।

এছাড়াও বাচ্চু টেলিকমে নতুন ব্যাটারি, চার্জার,কভার,মেমোরি বিক্রয় করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button