শৈলকুপা
শৈলকুপায় সরকারি মুল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় কৃষকের নিকট থেকে সরকারি মুল্যে ধান ক্রয়ের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি।
মঙ্গলবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের ছোট মৌকুড়ি ও ব্রহ্মপুর গ্রামের কৃষকের নিকট গিয়ে প্রকৃত কৃষক নিশ্চিত করে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি জানান, সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতিমণ ধান ১০৪০/-টাকা মুল্যে সরাসরি ক্রয় করা হবে। এ ধান ক্রয় কর্মসুচী চলবে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত।
তিনি আরো বলেন, এ ধান ক্রয়ে কোন মধ্যস্বত্বভোগীদের কে কোনরকম সুযোগ দেয়া হবে না। এদেরকে রোধকল্পে সকল পরামর্শ প্রদান ও ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান। এছাড়াও তিনি ধান বিক্রয়ে কৃষকদের করণীয় বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।