আমার দেশ বিশ্বকাপ খেলছে, কেউ পতাকা উড়াচ্ছে না
#ঝিনাইদহের চোখঃ
ফুটবল বিশ্বকাপ এলে বাড়ির ছাদে, বাজারে, গাছে সর্বত্র ভিনদেশী পতাকা ওড়ানো হয় কিন্তু ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করলেও ওড়ে না দেশের পতাকা।
আর এই কষ্টে কাঁদতে কাঁদতে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন এক কলেজছাত্র।
শুভ ইসলাম পাপন নামে ওই যুবক উপজেলার গাড়াগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পাপন জানান, ফুটবল বিশ্বকাপে আমরা বিভিন্ন দেশের কত বড় বড় পতাকা ওড়ায়। কিন্তু ক্রিকেট বিশ্বকাপে আমাদের দেশের পতাকা ওড়ে না। তাই দেশের পতাকা ওড়ানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুমতি নিতে এসেছি।
শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেললো ছেলেটি।
তিনি বলেন, শৈলকুপার গাড়াগঞ্জ কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শুভ ইসলাম পাপন নামের এই ছেলেটি আজ আমার অফিস কক্ষে এসে কাঁদতে কাঁদতে বলে স্যার আমাকে পতাকা উড়ানোর অনুমতি দিন। দেশের প্রতি তার আবেগ ও ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি।