ইবির আইন বিভাগের নয়া সভাপতি ড. নুরুন নাহার
#ঝিনাইদহের চোখঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. নুরুন নাহার। বুধবার বেলা ১২ টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
সূত্র মতে, গত ২৮ মে সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. জহুরুল ইসলামের মেয়াদ শেষ হয়। ক্যাম্পাস বন্ধ থাকায় বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ড. জহুরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভিসি ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি ড. শাহিনুর রহমান ও ট্রেজারার ড. সেলিম তোহা। এসময় আইন অনুষদের ডীন ড. রেবা মন্ডল, বিভাগের সিনিয়র শিক্ষক আবদুল কমির, ড. শাহজাহান মন্ডল, সিন্ডিকেট সদস্য ড. আনিচুর রহমানসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ড. নুরুন নাহার ইবির প্রথম নারী ডিন ছিলেন। একই সাথে তিনি আইন বিভাগের দ্বিতীয় নারী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।