ঝিনাইদহের কৃতি সন্তান আব্দুস সালাম
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক , সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. মোঃ আব্দুস সালাম।
মোঃ আব্দুস সালাম শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে ১৯৭৭ সালের জন্মগ্রহণ করেন। তিনি শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি ও ১৯৯৪ সালে শৈলকুপা কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। পরবর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ভর্তি হন এবং এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
তিনি যুক্তরাজ্য থেকে এমএস এবং এম ফিল ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর প্রভাষক হিসেবে যোগদান করে তিনি কর্মজীবন শুরু করেন।
গত বছর সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন।
শৈলকুপার কৃতি সন্তান প্রফেসর ড. মোঃ আব্দুস সালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর আগামী প্রত্যাশা করি।