মাঠে-ময়দানে

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে দুই দিন ব্যাপী সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে । রোবরার বিকালে পূর্বাঞ্চল সুইমিং ক্লাব সংলগ্ন নদীতে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিযোগী অংশ নেয় ।

সমাপনী দিনে ঝিনাইদহ জেলা ক্রীড়া আফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম , সভাপতি মো: রাকিবুল হাসান হিল্লোল সহ অন্যান্য অতিথিরা ।

জেলা ক্রীড়া অফিসার জানান, ক্লাবের প্রতিযোগীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে ঝিনাদহের মুখ উজ্জ্বল করে চলেছে। তিনি আশা করেন ভবিষ্যতেও জেলা ক্রীড়া অফিসের অয়োজনে সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচি অব্যহত থাকবে। মোট ০৫ টি গ্রæপে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে বিজয়ী প্রতিযোগীদের মাঝে জার্সি, সনদপত্র ও পুরস্কার প্রদান হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button