ঝিনাইদহে চুরির অপবাদ সইতে না পেরে কলেজ ছাত্রের আত্মহত্যা
#ঝিনাইদহের চোখঃ
চুরির অপবাদ সইতে না পেরে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র বিল্লাল হোসেন(১৮) বিষপানে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে প্রকাশ, গত শনিবার দিবাগত রাতে মহেশপুর পৌর এলাকার জলিলপুর কাজীপাড়ার খোকন মিয়ার কলেজ পড়ুয়া ছেলে বিল্লাল হোসেন তার পাশের বাড়ির ফুফাতো ভাই শরিফুলের বাড়িতে মাঝে মধ্যে টেলিভিশন দেখতে যেত। শরিফুলের ঘর থেকে টাকা হারিয়ে গেলে বিল্লালকে সন্দেহ করে এবং এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হয়। ওই সালিশে বিল্লালকে দোষী সাব্যস্ত করা হয়। এই অপমান সইতে না পেরে সে নিজ ঘরে গভীররাতে বিষপান করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে ডাক্তার যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করে। সেখানে যাওয়ার পথে চৌগাছা নামকস্থানে তার মৃত্যু হয়।
মহেশপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদের জানান, টাকা সেই নিয়েছিল, পরবর্তীতে সে টাকা ফেরত দিয়েছে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। কিন্তু ইউডি মামলা হয়েছে।