টপ লিডশৈলকুপা

ঝিনাইদহে মহাসড়কে কাঁচা কলার হাট, জনভোগান্তি চরমে

#শেখ রুহুল আমিন, ঝিনাইদহের চোখঃ

উপজেলার ভাটই বাজারে কাঁচা কলা কেনা-বেঁচার হাট বসেছে মহাসড়কের সাথে। এর ফলে সড়কে যানবহন চলাচলে মারাত্মক বাধাঁগ্রস্ত হচ্ছে। এতে করে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিষয়টি ভুক্তভোগী এলাকাবাসী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার দু’দিন কলার হাট বসে। গ্রাম-গঞ্জের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এই হাটে কলা বিক্রির জন্য নিয়ে আসে। হাটটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সাথে লাগুয়া। এ কারণে ব্যাপারীরা কলা মহাসড়কের উপরে রেখেই যানবহন লোড করেন। ফলে ওই সড়কে দু’দিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাছাড়া হাটের পাশে ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। বিষয়টি এলাকাবাসী বার বার প্রশাসনের অবহিত করলেও আজও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি ভোগান্তির বিষয়টি স্বীকার করে জানান, জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ দিলে আমরা কলার হাট সরানোর ব্যাপারে বিবেচনা করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button