ভারতে নাটক পরিবেশন করবে ঝিনাইদহের অংকুর
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন উপলক্ষে ভারতের ৪টি নাট্যগৃহে নাটক পরিবেশন করবে ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর নাট্যদল। শনিবার সকালে অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর নেতৃত্বে ১০ সদস্যদের নাট্যদল ভারতে যাচ্ছেন।
নাজিম উদ্দিন জুলিয়াস জানান, শনিবার থেকে বুধবার পর্যন্ত তার নির্দেশনা ও ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত নাটক রসভঙ্গ পরিবেশিত হবে। শনিবার ভারতের ব্যাকারপুরে, রোববার হুগলিতে, সোমবার হুগলির ডানকুনী, বুধবার কলকাতার তৃপ্তি মিত্র নাট্যগৃহে নাটক রসভঙ্গ পরিবেশিত হবে।
এতে অংশ নিবে অংকুর নাট্য একাডেমীর নাট্যকর্মী আব্দুস সামাদ শফি, মীর আব্দুল মান্নান, খাদিজাতুল ইসলাম রোজ, ফারিয়া রহমান লামিয়া, শারমিন শিলা, পারভীন আক্তার লাকী, নদি, অনিক, ইসাহাক।
কলকাতা ও আশে পাশে বসবাসরত নাটক প্রেমী দর্শক ও বাংলাদেশের যারা ঔ সময় কোলকাতায় অবস্থান করবেন সবাই কে নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।