মাঠে-ময়দানে

সেমিফাইনালে সাগান্নার সরকারি প্রাইমারী স্কুলের নারী ফুটবলাররা

#এলিস হক, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার চতুর্থ দিনে উপজেলা পর্যায়ের একটি প্রথম রাউন্ড ও ১টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ২০শে জুলাই’১৯ বিকাল৩টায় প্রথম রাউন্ডের অবশিষ্ট খেলায় সাগান্না ইউপির সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হলিধানী ইউপির রামচন্দ্রপুর সপ্রাবিকে হারিয়ে বালিকা বিভাগের সেমিফাইনালে উঠেছে।

বিজয়িনী দলের পক্ষে সিনথিয়া জয়সূচক গোলটি করেন।

পরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সাগান্না ইউপির সাগান্না সপ্রাবির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ঝিনাইদহ পৌরসভার কালিকাপুর আবদুর রশিদ সপ্রাবি। ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকার কিক গড়ায়। টাইব্রকারে সাগান্না সপ্রাবি দল ১-০ গোলে কালিকাপুর আবদুর রশিদ সপ্রাবিকে হারিয়ে সেমিতে উঠেছে।

সাগান্না : কাজলী গোলকিপার, রিমা, যুথি, আম্বিয়া, সানজিদা, সাকিলা, রমেছা, সুমি, মিরা, সিনথিয়া ও তৃষ্ণা।

কালিকাপুর : রুপা গোলকিপার, ইলমা, সাদিয়া, শোভা, মনিকা, নদী, শরীফা, বৃষ্টি, জ্যোতি, সৃষ্টি ও রিয়া।

রেফারি : রবিউল ইসলাম। সহকারী রেফারি : আজিজুর রহমান শামীম, মোহাম্মদ আলী ও শাহ মোহাম্মদ আবদুল্লাহ।

এলিস হক

ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া ধারাভাষ্যকার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button