টপ লিডদেখা-অদেখামহেশপুর
ঝিনাইদহের মহেশপুরের গুড়দাহ বাজার
#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরাতন বাজার গুলোর মধ্যে গুড়দাহ বাজার অন্যতম।
জানা যায়, বাজারটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারটি উন্নয়ন হলেও সরকারি জমির পরিমান কম থাকায় বাজারটি প্রসার হয়নি। বাজারটি ঝিনাইদহ জেলা-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তি জায়গায় অবস্থিত।
বাজারের একাধিক ব্যবসায়ি জানান, জেলার মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ নামক স্থানে অবস্থিত। এখানেই শ্যমকুড় ইউনিয়নের পরিষদ অবস্থিত।