সেমিফাইনালে মাওলানাবাদ প্রাইমারী স্কুল
#এলিস হক, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার চতুর্থ দিনে উপজেলা পর্যায়ের একটি প্রথম রাউন্ড ও ২টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পদ্মাকর ইউপির মাওলানাবাদ সপ্রাবি টাইব্রেকার কিকে ৫-২ গোলে হরিশংকরপুর ইউপির পাইকপাড়া সপ্রাবিকে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। উভয়ার্ধে কোনোপক্ষই গোলের মুখ দেখাতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকার কিক নিয়ে খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
মাওলানাবাদ : সিফাত গোলকিপার, পলাশ, শাওন হাসনাত, সাকিবুল, তোফাজ্জেল, সালমান, মেহেরুল, হাবিবুল, তানভির, মোহাম্মদ সিয়াম ও আবদুর রহমান।
পাইকপাড়া : হারিজ গোলকিপার, রিয়াজ, আন্নাস, নাঈম, আবদুল্লাহ প্রধান, হৃদয় মিয়া, ইয়াসিন হোসেন, তানজিল, সিজান, জিতুল ও সাগর আলী।
রেফারি : জামাল হোসেন। সহকারী রেফারি : রবিউল ইসলাম, শেখ মোহাম্মদ বেলাল হোসাইন ও শাহ মোহাম্মদ আবদুল্লাহ।
এলিস হক
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া ধারাভাষ্যকার