ঝিনাইদহের রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজটি জাতীয়করণের দাবী
#সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজ।
প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন মহলের কাছে দাবি জানিয়ে আসছে।
প্রতিষ্ঠানটি এলাকার বিশাল দরিদ্র জনগোষ্ঠির উচ্চশিক্ষা ও কারীগরি শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ। প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে এলাকার সুবিধা বঞ্চিত শ্রমজীবি মানুষের সন্তানদের স্বল্পব্যয়ে উচ্চ শিক্ষার দ্বার উম্মোচিত হবে।
প্রতিষ্ঠানটি ১৯৯৪ইং সালে প্রতিষ্ঠিত হয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি ইতিমধ্যে কারীগরি ও উচ্চ মাধ্যমিক শাখার অনুমোদন পেয়েছে। যাতে এলাকার স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের সন্তানদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ১২শ ছাত্র ছাত্রী লেখাপড়া করে। এলাকাবাসী প্রতিষ্ঠানটি জাতীয় করণের জন্য যথাযথ কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন।