মহেশপুর
ঝিনাইদহে ১৭৫টি কচ্ছপ পেল নবজীবণ
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
৫৮ বিজিবির অভিযানে আটককৃত ১৭৫টি কচ্ছপ মঙ্গলবার সকালে কপোতাক্ষ নদে অবমুক্ত করা হয়েছে।
কচ্ছপগুলি অবমুক্ত করেন অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান।
বিজিবি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি’র যাদবপুর বিওপির টহল দল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পথে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে ১৭৫টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ আটক করে। মঙ্গলবার সকালে কচ্ছপগুলি কপোতাক্ষ নদে অবমুক্ত করা।
এ সময় উপস্থিত ছিলেন, ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান, সহকারী পরিচালক নজরুল ইসলাম, কোটচাঁদপুর আঞ্চলিক বন কর্মকর্তা আতিয়ার রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, নির্বাহী সদস্য হাসান আলী প্রমুখ।