শৈলকূপা প্রেসক্লাব সাংবাদিকদের ব্যতিক্রমী উদ্যগ
#শিহাব মল্লিক, ঝিনাইদহের চোখঃ
কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র আমির হামজা থ্রি হুইলার ভ্যান পেয়েছে।
শৈলকুপা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের ঐকান্তিক চেষ্টা আর প্রজন্মের ভাবনা পত্রিকার প্রতিনিধি তুহিন জোয়ার্দ্দার এর অর্থায়নে থ্রিহুইলারটি প্রদান করা হয়েছে।
এ সময় কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের সহ-সভাপতি এম হাসান মুসা, প্রচার সম্পাদক তুহিন জোয়ার্দ্দার, উপদেস্টা পরিষদের সদস্য শামীম বিন সাত্তার।
কৃষ্ণনগর গ্রামের রঙমিস্ত্রি ইসমাইল হোসেনের পুত্র প্রতিবন্ধী শিক্ষার্থী আমির হামজা বন্ধুদের বাইসাইকেলে স্কুলে আসা যাওয়া করত। আজ থেকে স্বাভাবিক চলাচলের জন্য থ্রিহুইলারটি তার দারুন কাজে আসবে, কারো সাইকেলের অপেক্ষায় বাড়ির সামনে বসে থাকতে হবেনা।
আমির হামজার দীর্ঘদিনের কষ্টের গল্প নিয়ে ১ মাস আগে পাশে দাড়াতে সর্বপ্রথম এগিয়ে আসে মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তানভীর রহমান তন্ময়। সে সূত্র ধরেই ইতিপূর্বে শৈলকুপার ইউএনও উসমান গনি বাড়িঘরে হাটাচলার জন্য তাকে একটি ওয়াকার দিয়েছিলেন।
আমির হামজার মা রুপালি খাতুন তাঁর অসুস্থ ছেলের সহযোগীতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।